চিজোবাকে ছাড়াই ভারত যাচ্ছে আবাহনী

ভিসা সমস্যার কারণে নির্ভরযোগ্য ফরোয়ার্ড সানডে চিজোবাকে ছাড়াই এএফসি কাপের ম্যাচ খেলতে ভারত যাচ্ছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2019, 03:37 PM
Updated : 26 April 2019, 03:37 PM

এএফসি কাপের ‘ই’ গ্রুপে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ করে পয়েন্ট ভারতের চেন্নাইন এফসি ও আবাহনীর। গোল পার্থক্যে শীর্ষে রয়েছে চেন্নাইন এফসি। আগামী মঙ্গলবার আহমেদাবাদে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

এ ম্যাচ খেলতে আগামী শনিবার ভারতের পথে রওনা দেবে আবাহনী। প্রিমিয়ার লিগে আট গোল করা নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবাকে না পাওয়াটা বড় ধাক্কা বলে জানান দলটির কোচ মারিও লেমোস।

“সানডে আমাদের মূল স্ট্রাইকার। তাকে ছাড়া অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়া কঠিনই। তার অনুপস্থিতি দলের জন্য দুঃখজনক। সে নিজেও হতাশ।”

বাংলাদেশের ভারতীয় দূতাবাস চিজোবাকে ভিসা দেয়নি। তাদের নিয়ম অনুযায়ী নাইজেরিয়ার কোনো নাগরিককে ভারতের ভিসা নিতে হবে দেশটির রাজধানী আবুজা থেকে। এ কারণে হাইতির কেরভেন্স ফিল্স বেলফোর্ট, ব্রাজিলিয়ান ওয়েলিংতন ও আফগানিস্তানের মাসিহ সাইঘানি ভিসা পেলেও চিজোবার পাসপোর্টই জমা নেয়নি ভারতীয় দূতাবাস।

সেরা ফরোয়ার্ডকে না পেলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লেমোস।

“এএফসি কাপে আমরা এখনও কোনো ম্যাচ হারিনি। সেই ধারা অব্যাহত রাখতে চাই।”