পিএফএ বর্ষসেরা দলে ম্যানসিটির দাপট

ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির ছয় ফুটবলার। লিভারপুলের চার জন। এই দুই দলের বাইরে একমাত্র খেলোয়াড় হিসেবে একাদশে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 03:44 PM
Updated : 25 April 2019, 03:44 PM

একাদশে জায়গা পাওয়া সিটির ছয়জন হলেন – গোলরক্ষক এদেরসন, ডিফেন্ডার এমেরিক লাপোর্ত, মিডফিল্ডার বের্নার্দো সিলভা ও ফের্নান্দিনিয়ো এবং ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো ও রাহিম স্টার্লিং।

লিভারপুলের তিন ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন, ভার্জিল ভন ডাইক ও ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে দলে আছেন ফরোয়ার্ড সাদিও মানে।

লিগে সমান ১৯টি করে গোল করা লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও আর্সেনালের পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের জায়গা হয়নি এই দলে। নেই চেলসির ফরোয়ার্ড এদেন আজারও।

এই নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা দলে সিটির সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেল। ২০১৭-১৮ মৌসুমে পাঁচজন ছিলেন লিগ চ্যাম্পিয়ন দলটির সদস্য। সে দলের একমাত্র খেলোয়াড় হিসেবে আগুয়েরো একাদশে জায়গা ধরে রেখেছেন।

পিএফএ বর্ষসেরা দল:

গোলরক্ষক: এদেরসন

ডিফেন্ডার: এমেরিক লাপোর্ত, অ্যান্ড্রু রবার্টসন, ভার্জিল ভন ডাইক ও ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড

মিডফিল্ডার: বের্নার্দো সিলভা, পল পগবা, ও ফের্নান্দিনিয়ো

ফরোয়ার্ড: সের্হিও আগুয়েরো, সাদিও মানে ও রাহিম স্টারলিং