আলাভেসকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2019 03:22 AM BdST Updated: 24 Apr 2019 03:33 AM BdST
লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে আরেকটি জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আলাভেসকে হারিয়ে লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছে কাতালান ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতে বার্সেলোনা। অগাস্টে লিগের প্রথম পর্বে আলাভেসকেই ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছিল এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।
শেষ চার ম্যাচে আর মাত্র ৩ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
বল দখলে একচেটিয়া এগিয়ে থাকা বার্সেলোনা ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষক বরাবর শট নেন লুইস সুয়ারেস। ফিরতি বল ধরে ফিলিপে কৌতিনিয়োর নেওয়া শট এক ডিফেন্ডারের পায়ে বাধা পায়।

৬০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। ডি-বক্সে বল আলাভেস ডিফেন্ডার তমাস পিনার হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
২১ গোল নিয়ে আসরের গোলদাতার তালিকায় আগে থেকে দ্বিতীয় স্থানে থাকা করিম বেনজেমার পাশে বসলেন সুয়ারেস।
এর দুই মিনিট পর উসমান দেম্বেলেকে তুলে মেসিকে নামান কোচ। মাঠে নামার কিছুক্ষণ পরেই গোল পেতে পারতেন আর্জেন্টাইন তারকা। কয়েকজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে তার নেওয়া শট পোস্টে লাগে। বাকি সময়ে তাদের আরও দুটি সুযোগ নষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।
৩৪ ম্যাচে ২৪ জয় ও ও আট ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮০। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ।
তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৪।
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়