এভারটনে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2019 08:26 PM BdST Updated: 21 Apr 2019 11:27 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই লিগে বিশাল ব্যবধানে হারের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে উলে গুনার সুলশারের দলকে গোলবন্যায় ভাসিয়েছে এভারটন।
গুডিসন পার্কে রোববার স্থানীয় সময় দুপুরে ৪-০ গোলে জিতে স্বাগতিকরা। প্রিমিয়ার লিগের ইতিহাসে ইউনাইটেডের বিপক্ষে এভারটনের এটাই সবচেয়ে বড় জয়।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ফিরতি পর্বে বার্সেলোনার মাঠে ৩-০ গোলে হেরে দুই লেগ মিলে ৪-০ ব্যবধানে পিছিয়ে বিদায় নেয় ইউনাইটেড। আর এভারটনের কাছে এই পরাজয়ে দলটির শীর্ষ চারে থেকে লিগ শেষ করাটা দুরূহ হয়ে পড়ল।

২৮তম মিনিটে আচমকা শটে ব্যবধান দ্বিগুণ করেন গিলফি সিগুর্দসন। সতীর্থের পাস পেয়ে একটু এগিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে নিচু জোরালো শটে গোলরক্ষকে পরাস্ত করেন আইসল্যান্ডের এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে আবারও গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে ইউনাইটেড। কর্নার থেকে উড়ে আসা বল গোলরক্ষক দাভিদ দে হেয়া পাঞ্চ করার পর ডি-বক্সের বাইরে পেয়ে যান লুকাস দিনিয়ে। বাঁ পায়ের জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে।
আট মিনিট পর থিও ওয়ালকট স্কোরলাইন ৪-০ করলে ইউনাইটেডের ম্যাচে ফেরার আশা বলতে গেলে শেষ হয়ে যায়। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে সিগুর্দসনের পাস ধরে একা ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন গত বছর জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে এভারটনে যোগ দেওয়া ইংলিশ ফরোয়ার্ড।

৩৪ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এক ম্যাচ বেশি খেলা এভারটন ৪৯ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।
-
ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
টিভিতে আজ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি