রোনালদোর অনন্য কীর্তি

ইউভেন্তুসের হয়ে অভিষেক মৌসুমেই অনন্য এক কীর্তি গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আ শিরোপা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2019, 09:38 PM
Updated : 21 April 2019, 08:44 AM

ঘরের মাঠে শনিবার ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তোলে  ইউভেন্তুস। এর মধ্যে দিয়েই ইতিহাস রচনা করেন রোনালদো। 

ম্যাচ শেষে সময়ের অন্যতম সেরা ফুটবলার বলেন, “ইংল্যান্ড ও স্পেনে জেতার পর ইতালিতেও শিরোপা জিতে আমি খুব খুশি।”

“চমৎকার একটি বছর কাটলো, পুরোপুরি ইতিবাচক। আমরা চ্যাম্পিয়নশিপ ও (ইতালিয়ান) সুপার কাপ জিতেছি। আর চ্যাম্পিয়ন্স লিগে, আগামী বছর আমরা আবার চেষ্টা করব।”

ক্যারিয়ারের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগ জিতে ২০০৯ সালে রোনালদো পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। স্পেনের ক্লাবটির হয়ে ২০১১-১২ ও ২০১৬-১৭ মৌসুমে জিতেন লা লিগা। আর গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দিয়ে প্রথম মৌসুমেই পেলেন সেরা আ শিরোপার স্বাদ।

তুরিনের ক্লাবটিকে লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সেরি আয় দলের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ গোল করার পাশাপাশি সর্বাধিক আট গোলে অবদানও রাখেন তিনি।