ব্যর্থতার বৃত্তেই মোহামেডান

ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতেই পারছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটি এবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে হেরেছে। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে সাইফ স্পোর্টিং।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2019, 12:57 PM
Updated : 19 April 2019, 12:57 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে হারে মোহামেডান। ১২ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া দলটি ৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক ওপরে আছে। রহমতগঞ্জের পয়েন্ট ১২।

ম্যাচের চতুর্থ মিনিটেই সিও জুনাপিওর বাড়ানো বল অনায়াসে জালে জড়িয়ে ফয়সাল আহমেদ রহমতগঞ্জকে এগিয়ে দেন। মোহামেডান ঘুরে দাঁড়ায় একাদশ মিনিটে হাবিবুর রহমান সোহাগের গোলে। কিংসলে চিগোগির হেড করে বাড়ানো বল ভলিতে জালে পাঠান এই মিডফিল্ডার।

৫৬তম মিনিটে মোহামেডানের এগিয়ে যাওয়ার সেরা সুযোগ নষ্ট হয় চিগোজির স্পট কিক পোস্টে লেগে ফিরলে। ডি-বক্সের মধ্যে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডকে ইবায়েদ হোসেন কমল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৭৫তম মিনিটে ফের এগিয়ে যায় রহমতগঞ্জ। সোহেল রানার ক্রসে হেডে জাল খুঁজে নেন কঙ্গোর ফরোয়ার্ড জুনাপিও। ম্যাচের বাকিটা সময় এ গোল ধরে রেখে লিগে নিজেদের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। গত মার্চের শুরুতে বিজেএসসিকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল তারা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ২-০ গোল হারায় সাইফ স্পোর্টিং। ৪৮তম মিনিটে দলকে এগিয়ে নেন দেনিস বলশেকভ। ৫২তম মিনিটে জাভেদ খান ব্যবধান দ্বিগুণ করেন।

১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ১৫।