ইতিহাস গড়ে গর্বিত টটেনহ্যাম কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2019 07:09 PM BdST Updated: 18 Apr 2019 07:09 PM BdST
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠে ইতিহাস গড়া টটেনহ্যাম হটস্পারের খেলোয়াড়দের নিয়ে গর্বিত কোচ মাওরিসিও পচেত্তিনো। ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নেওয়াটা এই আর্জেন্টাইনের কাছে একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার শেষ আটের ফিরতি পর্বে স্বাগতিক ম্যানচেস্টার সিটির কাছে ৪-৩ গোলে টটেনহ্যাম হারলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। তবে প্রতিপক্ষের মাঠে গোল করায় শেষ চারের টিকেট পায় পচেত্তিনোর দল। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা।
সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে চতুর্থ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। তিন মিনিট পরেই সমতা ফেরান সন হিউং-মিন। দশম মিনিটে অতিথিদের এগিয়ে নেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড। বিরতির আগে বের্নার্দো সিলভা ও স্টার্লিং লক্ষ্যভেদ করলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৯তম মিনিটে সের্হিও আগুয়েরোর গোলে ব্যবধান ৪-২ করে ফেলে পেপ গুয়ার্দিওলার দল। তবে ৭৩তম মিনিটে ফের্নান্দো লরেন্তের ঊরুতে লেগে বল জালে জড়ালে দুই লেগ মিলিয়ে স্কোরলাইনে সমতা ফেরে। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় অ্যাওয়ে গোল।
দুর্দান্ত এ জয়ে ম্যাচের পর উচ্ছ্বাস প্রকাশ করেন পচেত্তিনো।
“আমার খেলোয়াড়রা সবাই নায়ক। ম্যাচের আগে আমি আপনাদের বলেছিলাম, যা কিছুই ঘটুক, আমি গর্বিত বোধ করব। সেমি-ফাইনালে উঠে এবং ইতিহাস রচনা করতে পেরে আমি তাদেরকে নিয়ে অনেক খুশি ও গর্বিত।”
“চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেলা এবং ম্যানচেস্টার সিটিকে হারানোটা অবিশ্বাস্য কারণ দুই লেগই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং সমানে সমান লড়াই হয়েছে। এখানে (ম্যানচেস্টার সিটির মাঠে) তিন গোল করাটা সহজ ছিল না।”
“একজন ম্যানেজার হিসেবে আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে এটা একটা, অবশ্যই অন্যতম সেরা। আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলাটা স্বপ্ন ছিল। এখন আমরা সেখানে পৌঁছেছি।”
ইতিহাস গড়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কোচ পচেত্তিনো। দেখছেন আরও বড় স্বপ্ন।
“যোগ্যতা দিয়ে আমরা এমন পারফরম্যান্স দেখাতে পারি এবং বড় বড় এমন সব অর্জন করতে পারি। আর যদি না পারি তাহলে সেটা সম্ভব নয়।”
ফাইনালে ওঠার লড়াইয়ে ৩০ এপ্রিল শেষ চারের প্রথম লেগে টুর্নামেন্টের আরেক চমক আয়াক্সের বিপক্ষে খেলবে টটেনহ্যাম। শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ ও কোয়ার্টার-ফাইনালে ইউভেন্তুসকে হারিয়েছে ডাচ ক্লাবটি। ফিরতি পর্ব হবে ৮ মে।
-
ডি ইয়ং বার্সেলোনাতেই থাকতে চায়: কুমান
-
তিতের কাছে ভিনিসিউস ‘২০১৪ সালের নেইমার’
-
১৫ ম্যাচ পর জিতল স্বাধীনতা সংঘ
-
গাম্পের ট্রফিতে খেলবে না রোমা, আইনি ব্যবস্থার হুমকি বার্সার
-
উইম্বলডন থেকে ছিটকে গেলেন বেররেত্তিনি
-
দোরিয়েলতন-ফয়সালের গোলে আবাহনীর জয়
-
শৈশবের ক্লাবে ফিরলেন ফের্নান্দিনিয়ো
-
এক বছরের চুক্তিতে লস এঞ্জেলসে বেল
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি