আরেকটি হারে অপেক্ষা বাড়ল পিএসজির

লিগ শিরোপা নিশ্চিত করার আরও একটি সুযোগ হাতছাড়া করেছে পিএসজি। এবার নঁতের কাছে হেরে গেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 06:58 PM
Updated : 17 April 2019, 07:27 PM

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শুরুতে এগিয়ে যাওয়ার পর ৩-২ গোলে হেরে গেছে প্যারিসের ক্লাবটি। ডিসেম্বরে দলটির বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা।

লিগে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো পিএসজি।

গত ৭ এপ্রিল স্ত্রাসবুরের বিপক্ষে শিরোপা নিশ্চিত করার প্রথম সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু ঘরের মাঠে সেই ম্যাচে পয়েন্ট হারিয়ে বসে দলটি। পরের রাউন্ডে গত রোববার লিলের মাঠে ড্র করলেই চলতো; সেবার হেরেই বসে টমাস টুখেলের শিষ্যরা। তিন দিন পর এবার নঁতের মাঠেও হারল তারা।

চোটের কারণে নেইমার ও এদিনসন কাভানি দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন। লিলের বিপক্ষে দলের পারফরম্যান্সের কড়া সমালোচনা করা আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপেকেও বিশ্রাম দেন কোচ।

শিরোপার হাতছানিতে ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল পিএসজির। ১৯তম মিনিটে সতীর্থের পাস পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস।

এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য স্থায়ী হয়নি শিরোপাধারীদের। তিন মিনিট পর সতীর্থের ডি-বক্সে বাড়ানো ক্রসে হেডে সমতা টানেন নঁতের ডিফেন্ডার দিয়েগো কার্লোস। আর বিরতির আগে ঘানার ফরোয়ার্ড আব্দুল মাজিদ কাছ থেকে বল জালে পাঠালে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও গোল খেয়ে বসে গত পাঁচ মৌসুমে চারবার লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটি। কাছ থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক কার্লোস।

৮৯তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ের সম্ভাবনা জাগান ২০ বছর বয়সী ফরোয়ার্ড মেতেহান গুকলু। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। এবারের লিগে এটি তাদের তৃতীয় পরাজয়।

৩২ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৭ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে লিল।