সেরা ছন্দের মেসি অপ্রতিরোধ্য: বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ফিরতি পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করা লিওনেল মেসির পারফরম্যান্সে দারুণ খুশি এরনেস্তো ভালভেরদে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার সেরা ছন্দে থাকলে তাকে থামানো সম্ভব নয় বলে মনে করেন বার্সেলোনার কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 10:14 AM
Updated : 17 April 2019, 10:14 AM

কাম্প নউয়ে মঙ্গলবার ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে শেষ চারের টিকেট পায় পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। গত বুধবার প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা।

ম্যাচের শুরুতে বার্সেলোনার রক্ষণে প্রবল চাপ তৈরি করে ইউনাইটেড। ষোড়শ মিনিটে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে স্বাগতিকদের এগিয়ে দেন মেসি। চার মিনিট বাদে গোলরক্ষক দাভিদ দে হেয়ার অবিশ্বাস্য ভুলে বার্সেলোনা অধিনায়কের ডান পায়ের দুর্বল শট জালে জড়ায়। চলতি মৌসুমে সব মিলিয়ে আর্জেন্টাইন তারকার গোল এখন ৪৫টি। বিরতির পর তৃতীয় গোলটি করেন ফিলিপে কৌতিনিয়ো।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ৩১ বছর বয়সী মেসির ভূয়সী প্রশংসা করেন ভালভেরদে।

“গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে লিও সবসময় স্বরূপে দেখা দেয়।…সে গোল পেল, আক্রমণেরও দায়িত্ব নিল। যখন সে এভাবে খেলে, তখন সে অপ্রতিরোধ্য।”

ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে আরেক কোয়ার্টার-ফাইনালে লিভারপুল ও পোর্তোর মধ্যে বিজয়ীদের বিপক্ষে।