ম্যানইউকে নিয়ে সতর্ক বার্সা কোচ

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পার্থক্য গড়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটির মুখোমুখি হওয়ার আগে তাই সতর্ক থাকছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 09:40 AM
Updated : 16 April 2019, 10:14 AM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় কাম্প নউয়ে হবে দুই দলের ফিরতি পর্বের লড়াই। ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়কে যথেষ্ট ভাবতে রাজি নন ভালভেরদে।

পিএসজির বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হারের পর ফরাসি দলটির মাঠে ৩-১ ব্যবধানে জিতেছিল ইউনাইটেড। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে প্রথম লেগে ২ বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে হারের পর নাটকীয় প্রত্যাবর্তনে পরের রাউন্ডে ওঠে উলে গুনার সুলশারের দল। এর আগে গ্রুপ পর্বে ইউভেন্তুসের কাছেও ঘরের মাঠে হারের পর ফিরতি দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে জিতেছিল ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির সামর্থ্যকে তাই সমীহ করছেন ভালভেরদে।

চোট কাটিয়ে ফেরা উসমান দেম্বেলে এক মাসের মধ্যে গত শনিবার লিগে ওয়েস্কার বিপক্ষে প্রথম শুরুর একাদশে ফেরেন। ইউনাইটেডের বিপক্ষেও ফরাসি ফরোয়ার্ড থাকবেন কি-না, এমন প্রশ্নের জবাবে ভালভেরদে বলেন, “কে শুরু করবে সেটা গুরুত্বপূর্ণ তবে শেষটাও গুরুত্বপূর্ণ। ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিশেষ কিছু থাকে।”

 “চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে চার ম্যাচের তিনটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদের সতর্ক থাকতে হবে। প্রথম লেগের ফলাফলই চূড়ান্ত নয়।”

“তারা যা করেছে, তারা দল হিসেবে যেমন এবং তাদের যে ইতিহাস আছে সবকিছুকেই আমরা সমীহ করি।”

চ্যাম্পিয়ন্স লিগের ১২টি কোয়ার্টার-ফাইনাল ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তবে এ নিয়ে ভাবতে রাজি নন ভালভেরদে।

“এর মানে সে গোল করার খুব কাছাকাছি আছে। পরিসংখ্যান নিয়ে কথা বলাটা ভালো। কিন্তু পরিসংখ্যান অনেক বেশি অতীতকে বোঝায়, ভবিষ্যৎ নয়।”

প্রতিযোগিতার গত তিন আসরেই কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। গতবার রোমার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলের জয়ে এগিয়ে থাকার পর ফিরতি পর্বে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে এ নিয়ে কোনো উদ্বেগ নেই ভালভেরদের।

“কোনো ভয় নেই, অসাধারণ রোমাঞ্চ কাজ করছে। দুর্দান্ত এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছি এবং যে কোনো কিছুই ঘটতে পারে এটা মেনে নিয়ে আমরা চেষ্টা করতে এবং পরের পর্বে পৌঁছাতে প্রস্তুত।”