ইউনাইটেডের ওপর চড়াও হওয়ার লক্ষ্য বার্সেলোনার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2019 11:47 PM BdST Updated: 16 Apr 2019 02:05 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় কাম্প নউয়ে হবে দুই দলের ফিরতি পর্বের লড়াই। ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে জয় পায় কাতালান ক্লাবটি।
তবে প্রথম লেগের জয় সেমি-ফাইনালে জায়গা করে নিতে পর্যাপ্ত বলে মনে করেন না টের স্টেগেন।
“আমরা খুব বড় ব্যবধানে এগিয়ে নেই। আমরা শুধু এগিয়ে থাকাটা ধরে রাখতে চাই না বরং দেখাতে চাই যে আমরাই সেরা। আমাদের ভালো একটা ম্যাচ খেলা দরকার।”
“আমরা দেখাতে চাই যে আমরা ইউনাইটেডের চেয়ে ভালো এবং সেজন্য আমাদের তাদেরকে হারাতে হবে।”
“অবশ্যই নিজেদের জাল অক্ষত রাখাটা গুরুত্বপূর্ণ। সব সময়ের মতো আমাদের অনেক দাপটের সঙ্গে খেলতে হবে এবং তাদের উপর আধিপত্য বিস্তার করতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগের গত তিন আসরেই কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। গত আসরে রোমার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলের জয়ে এগিয়ে থাকলেও ফিরতি পর্বে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে হেরে বিদায় নেয় এরনেস্তো ভালভেরদের দল।
“ রোমার কাছে হারটা কঠিন ছিল।...তেমনটা আবারও ঘটুক আমরা তা চাই না। আর সেজন্য আমাদের এটা বিবেচনায় নিতে হবে।...আগামীকাল (মঙ্গলবার) একটা ভালো ফল অর্জনের চেষ্টা করতে হবে। ”
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)