ওয়েস্কার মাঠে বার্সার হোঁচট

লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের নৈপুণ্যে লিগের প্রথম পর্বে ওয়েস্কাকে গোলবন্যায় ভাসিয়েছিল বার্সেলোনা। ফিরতি দেখায় হলো উল্টো অভিজ্ঞতা। তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে খেলতে নেমে পয়েন্ট হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2019, 04:07 PM
Updated : 14 April 2019, 12:59 PM

পয়েন্ট তালিকার তলানির দল ওয়েস্কার মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সেপ্টেম্বরে ঘরের মাঠে মেসি ও সুয়ারেসের জোড়া গোলে দলটিকে ৮-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।

আক্রমণভাগে মেসি, মাঝমাঠে ইভান রাকিতিচসহ নিয়মিতদের অনেককে বিশ্রামে রেখে একাদশ সাজান বার্সেলোনা কোচ। আর নিষেধাজ্ঞায় ছিলেন লুইস সুয়ারেস ও জেরার্দ পিকে। এক দশকের মধ্যে এই প্রথম কোনো লা লিগার ম্যাচে চার অভিষিক্ত নিয়ে মাঠে নামে কাতালান ক্লাবটি।

তারকা খেলোয়াড়দের ছাড়া খেলতে নামলেও বার্সেলোনা বল দখলে অনেক এগিয়ে ছিল। কিন্তু প্রথমার্ধে খুব বেশি নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির আগে দলটি একমাত্র সুযোগ পেয়েছিল সপ্তদশ মিনিটে। গোলরক্ষককে একা পেয়েছিলেন উসমান দেম্বেলে। তার শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ওয়েস্কা। স্প্যানিশ ফরোয়ার্ড এনরিক গায়েগোর শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকমের শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় অতিথিরা।

৮৬তম মিনিটে ডান দিক দিয়ে এক পাল্টা আক্রমণে বার্সেলোনা রক্ষণে ভীতি ছড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড এসেকিয়েল আভিলা। দারুণ এক ট্যাকলে দলকে বাঁচান অভিষিক্ত সেনেগালের ডিফেন্ডার মুসা ওয়াগি।

পুরো ম্যাচে মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পারা বার্সেলোনা এবারের লিগে অষ্টম ড্রয়ের স্বাদ পায়। ৩২ ম্যাচে ২২ জয়ে কাতালান ক্লাবটির পয়েন্ট ৭৪।