সাইফকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল বসুন্ধরা কিংস

শুরুতে এগিয়ে গিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল সাইফ স্পোর্টিং। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো বসুন্ধরা কিংস টানা তিন গোল করে ম্যাচ বসে যায় চালকের আসনে। পরে এক গোল খেলেও শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে লিগের নবাগত দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2019, 11:52 AM
Updated : 11 April 2019, 12:02 PM

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৩-২ গোলের জয় পাওয়া বসুন্ধরা কিংস ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। মোহাম্মদ সাজ্জাদ হোসেনের কর্নারে কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবা সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন। এগিয়ে যাওয়ার পর বেশ আধিপত্য করে খেলতে থাকে আগের ম্যাচে নোফেল স্পোর্টিংকে হারানো দলটি।

২৬তম মিনিটে মার্কোস দি সিলভার শট ফিরিয়ে সাইফ স্পোর্টিংকে এগিয়ে রাখেন গোলরক্ষক জিয়াউর রহমান। ছয় মিনিট পর সমতায় ফেরে বসুন্ধরা। সতীর্থের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দি সিলভা।

প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বসুন্ধরা। ৪২তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার হেড করার পর পেয়ে যাওয়া বল জালে জড়িয়ে দেন দেনিয়েল কলিনদ্রেস সোলেররা। আর যোগ করা সময়ে গোলমুখ থেকে স্কোরলাইন ৩-১ করে দেন কিরগিজস্তানের ফরোয়ার্ড বখতিয়ার দুইশবেকভ।

দ্বিতীয়ার্ধের শুরুতে জামাল ভূইয়ার কর্নারে রিয়াদুল হোসেন রাফি হেডে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। ৮২তম মিনিটে পার্ক সিয়ুন-ইলের শট আনিসুর রহমান জিকো ফেরালে সাইফ স্পোর্টিং তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। চতুর্থ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যাওয়ার পর ষোড়শ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল ওডোইন।

১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ রাসেল। ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাইফ স্পোর্টিং। চতুর্থ হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ৯।