বার্সাকে পিএসজির পরিণতি মনে করিয়ে দিলেন পগবা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2019 05:20 PM BdST Updated: 11 Apr 2019 05:20 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে হারের পর ফিরতি পর্বে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। প্রতিপক্ষ বার্সেলোনা নিশ্চিত করেই আগের রাউন্ডে পিএসজির বিপক্ষে তাদের প্রত্যাবর্তনের স্মৃতি মাথায় রাখবে বলে মনে করেন ফরাসি এই ফুটবলার।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে হারে ইংলিশ ক্লাবটি। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় কাম্প নউয়ে হবে ফিরতি পর্ব।
এর আগে শেষ ষোলোয় ঘরের মাঠে ২-০ গোলে হারের পর প্যারিসে দারুণ নাটকীয়তায় ভরা ফিরতি পর্বে ৩-১ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে ইউনাইটেড। দুই লেগ মিলে ৩-৩ সমতার পর অ্যাওয়ে গোলে এগিয়ে ছিল উলে গুনার সুলশারের দল।
আবারও প্রত্যাবর্তনের গল্প লিখতে চান বিশ্বকাপ জয়ী পগবা।
“আমরা জানি, কোথায় আমরা তাদের আঘাত করতে পারি।”
“প্যারিসের ম্যাচটা নিশ্চিত করেই তাদের মাথায় থাকবে। কারণ তারা দেখেছে পিএসজির বিপক্ষে আমরা কী করতে পারি।”
“অবশ্যই তারা তাদের নিজেদের মাঠে স্বাচ্ছন্দে থাকবে।... শেষ পর্যন্ত কি ঘটে আমরা দেখব। আমরা অবশ্যই বিশ্বাস করি যে আমরা তাদের হারাতে পারি।”
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড