মেসির আঘাত নিয়ে উদ্বিগ্ন বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2019 03:49 PM BdST Updated: 11 Apr 2019 04:15 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাকে আঘাত পাওয়া লিওনেল মেসিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে জিতে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৩১তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের ট্যাকলে নাকে আঘাত পান মেসি। রক্ত পড়তে দেখা যায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের নাক থেকে। সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মাঠে ফেরেন তিনি।
বৃহস্পতিবার পরীক্ষা নিরীক্ষার পর বার্সেলোনা অধিনায়কের আঘাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ম্যাচের পর দলের সেরা তারকাকে নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানান ভালভেরদে।
“আঘাত পাওয়ার পর মেসি পুরোপুরি স্বচ্ছন্দ ছিল না।”
“সে কেমন আছে তা বুঝতে আগামীকাল (বৃহস্পতিবার) তাকে পরীক্ষা করতে হবে।”
“সে শক্ত ছিল। কিন্তু তার মুখে পরিষ্কার একটা কালশিটে দাগ আছে।”
৩১ বছর বয়সী মেসির আঘাত নিয়ে চিন্তিত বার্সেলোনার মিডফিল্ডার সের্হিও বুসকেতসও।
“বড় একটা আঘাত ছিল, মেসির মুখে আঘাতের একটা দাগ আছে। তার অনেকটা রক্তও ঝরল।”
“অবশ্যই এটা তার জন্য বেদনাদায়ক ছিল। কিন্তু ব্যথাকে পাত্তা না দিয়ে সে নিজের সেরাটাই খেলল, যা সে সবসময় করে।”
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় কাম্প নউয়ে ফিরতি পর্বে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইউনাইটেড।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’