আয়াক্সের বিপক্ষে ফিরবেন রোনালদো, আশা কোচের

চোটের কারণে ইউভেন্তুসের হয়ে সেরি আয় শেষ তিন ম্যাচে খেলতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ফরোয়ার্ডকে ফিরে পেতে আশাবাদী কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 06:07 PM
Updated : 7 April 2019, 06:07 PM

গত মাসের আন্তর্জাতিক বিরতিতে সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের ইউরো বাছাইপর্বের ম্যাচে ডান পায়ে চোট পান রোনালদো। আন্তর্জাতিক বিরতির আগের দুই ম্যাচে বিশ্রামে ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তাই সব মিলিয়ে ক্লাবের হয়ে মোট পাঁচ ম্যাচে খেলেননি তিনি।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় আয়াক্সের মাঠে খেলতে নামবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে দলের সেরা তারকাকে পাওয়ার আশার কথা স্কাই ইতালিকে জানান আল্লেগ্রি।

“সে সবসময় প্রস্তুত। তবে আমি তাকে বলেছি আজ বিশ্রাম নিতে। বুধবার আয়াক্সের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”

শনিবার লিগে এসি মিলানের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে আল্লেগ্রি বলেন, “রোনালদো সুস্থ হয়ে উঠছে। আয়াক্সের বিপক্ষে তাকে খেলতে দেখার ভালো সম্ভাবনা আছে। তবে এই দিনগুলো অপেক্ষা করা যাক।”

“আমাদের হাতে রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার আছে। চার দিন বাকি আছে আর এই চার দিনে সম্ভাবনা বাড়তে পারে।”

গত বছর জুলাইয়ে রিয়াল থেকে ইউভেন্তুসে যোগ দেওয়া রোনালদো চলতি মৌসুমে সেরি আয় ১৯ গোলসহ সব প্রতিযোগিতা মিলে মোট ২৪ গোল করেছেন।