এভারটনের মাঠে আর্সেনালের হার

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ওঠার সুযোগ হারাল আর্সেনাল। নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়ে এভারটনের মাঠে হেরে গেছে উনাই এমেরির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 03:01 PM
Updated : 7 April 2019, 03:22 PM

গুডিসন পার্কে রোববার স্থানীয় সময় দুপুরে ১-০ গোলে জেতে স্বাগতিকরা। সেপ্টেম্বরে ঘরের মাঠে লিগের প্রথম পর্বে এভারটনকে ২-০ গোলে হারিয়েছিল আর্সেনাল।

ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে আর্সেনাল। দশম মিনিটে লুকা দিনিয়ের লম্বা থ্রোয়িং ডি-বক্সে ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে গোলমুখে বল পেয়ে টোকা দিয়ে জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার ফিল জাগিয়েলকা।

৬০তম মিনিটে প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েছিলেন এভারটনের বের্নার্দ। তবে শট নিতে দেরি করে ফেলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। খানিক পর আরেক ব্রাজিলিয়ান রিশার্লিসনও ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে শট নিতে ব্যর্থ হলে ব্যবধান বাড়েনি।

পুরো ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে আধিপত্য বিস্তার করতে পারেনি আর্সেনাল। নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। ফলে মৌসুমে সপ্তম হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

৩২ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩। ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

৩৩ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে এভারটন।

শুক্রবার সাউথ্যাম্পটনের মাঠে ৩-১ গোলে জেতা লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ অবশ্য কম খেলেছে পেপ গুয়ার্দিওলার দল। 

চেলসির পয়েন্টও আর্সেনালের সমান ৬৩, তবে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচ নম্বরে আছে মাওরিসিও সাররির দল। ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬১।