শিরোপার পথে দুই ধাপ এগিয়েছে বার্সা: সুয়ারেস

লা লিগায় পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দল শিরোপা জয়ের পথে দুই ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস। এই জয়কে গুরুত্বপূর্ণ বলছেন কাতালান দলটির কোচ এরনেস্তো ভালভেরদেও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 10:27 AM
Updated : 7 April 2019, 12:39 PM

ঘরের মাঠ কাম্প নউয়ে শনিবার ২-০ গোলে জিতে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে লিগে সাত ম্যাচ বাকি থাকতে আতলেতিকোর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা।

সরাসরি লাল কার্ড দেখে প্রথমার্ধে দিয়েগো কস্তা মাঠ ছাড়ার পর রক্ষণাত্মক হয়ে পড়া আতলেতিকোকে প্রচণ্ড চাপে রেখেও সহজে গোলের দেখা পায়নি বার্সেলোনা। ম্যাচ জুড়ে দারুণ খেলা গোলরক্ষক ইয়ান ওবলাককে ৮৫তম মিনিটে ডান পায়ের বাঁকানো শটে পরাস্ত করেন সুয়ারেস। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লিওনেল মেসি।

এই জয়ে ১১ বছরে অষ্টম লিগ শিরোপার পথে অনেকটাই এগোনো গেছে বলে মনে করেন সুয়ারেস।

“আজকে আমরা শুধু এক ধাপ এগোইনি, আমরা দুই ধাপ সামনে এগোলাম। অবশ্যই এখন আমরা খুব বড় ব্যবধানে এগিয়ে আছি। কিন্তু এখনও কিছু ম্যাচ বাকি আছে। আর এটা এখনও কঠিন হতে পারে।”

“এই ম্যাচ আরেকবার দেখাল যে লিগ জেতা কতটা কঠিন। আর আমরা যা অর্জন করছি তার জন্য আমরা অনেক প্রশংসার দাবিদার।”

আতলেতিকোকে হারাতে পেরে দারুণ খুশি ভালভেরদে।

“এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের এখনও কাজটা শেষ করতে হবে। কিন্তু আজকের (শনিবার) ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ।”

“আমরা খুব খুশি কারণ আমরা জানি যে আতলেতিকো কি, দারুণ একটা দল যারা ১০ জন নিয়েই শেষ পর্যন্ত লড়াই করল।”

৩১ ম্যাচে ২২ জয় সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৩। দুইয়ে থাকা দিয়েগো সিমেওনের দলের সংগ্রহ ৬২ পয়েন্ট। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।