বরুসিয়ার জালে বায়ার্নের গোল উৎসব

রবের্ত লেভানদফস্কির জোড়া গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বায়ার্ন মিউনিখ। সেই সঙ্গে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে টানা ছয়বারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2019, 07:39 PM
Updated : 6 April 2019, 07:39 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার স্থানীয় সময় বিকালে ৫-০ গোলে জিতে বায়ার্ন। নভেম্বরে লিগের প্রথম পর্বে বরুসিয়ার মাঠে ৩-২ ব্যবধানে হেরেছিল নিকো কোভাচের দল।

ফিরতি পর্বের দেখায় প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন। গোল বন্যার শুরু হয় দশম মিনিটে মাটস হুমেলসের হেডে। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লেভানদফস্কি।

জার্মানির শীর্ষ লিগে ২৮৪তম ম্যাচে এসে ২০০ গোলের মাইলফলক ছুঁলেন পোলিশ এই ফরোয়ার্ড।

৪১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে ব্যবধান আরও বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার হাভি মার্তিনেস। দুই মিনিট পর স্কোরলাইন ৪-০ করেন জার্মান মিডফিল্ডার সের্গে জিনাব্রি।

আর ৮৯তম মিনিটে কাছ থেকে টোকায় দলের পঞ্চম গোলটি করেন লেভানদফস্কি। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এই স্ট্রাইকারের এটি ২১তম গোল।

ডিসেম্বরের শুরুতে ডর্টমুন্ড ৯ পয়েন্টে এগিয়ে গেলে অনেকে শিরোপা লড়াই একরকম শেষ বলেই ধরে নিয়েছিল। তবে শীর্ষস্থানধারীদের পথ হারানো সুযোগ দারুণভাবে কাজে লাগায় প্রতিযোগিতার সফলতম দল বায়ার্ন।

২৮ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে শীর্ষে ফেরা বায়ার্নের পয়েন্ট হল ৬৪। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বরুসিয়া ডর্টমুন্ড।