আতলেতিকোকে হারাতে পারলেও শিরোপা জয় দেখছেন না বার্সা কোচ 

লা লিগায় পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদকে হারালেই শিরোপা লড়াইয়ের শেষ দেখছেন না বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। লিগে এখনও অনেক ম্যাচ বাকি আছে বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2019, 09:23 AM
Updated : 6 April 2019, 09:23 AM

শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কাম্প নউয়ে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচে জিতলে ৭ ম্যাচ বাকি থাকতে আতলেতিকোর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে যাবে বার্সেলোনা।

শেষ ৭৫টি লিগ ম্যাচের মাত্র তিনটিতে হেরেছে বার্সেলোনা। তবে জয় নিশ্চিত ধরে নিতে রাজি নন ভালভেরদে।

“ব্যবধানটা নির্ধারক নয়, যতক্ষণ পর্যন্ত না গাণিতিকভাবে তা নিশ্চিত হচ্ছে।”

“অনেকের কাছে জানুয়ারিতেই লিগের নিষ্পত্তি হয়ে গিয়েছিল। তারপর আপনি একটা ম্যাচ হারলেন, আর লিগের লড়াই আবার শুরু হলো। আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।”

আতলেতিকোর বিপক্ষে ড্র নয়, জয়ের জন্য তার দল মাঠে নামবে বলেও জানান ভালভেরদে।

“তিন মিনিট বাকি থাকার সময় যদি আপনি ২-০ গোলে হারতে যাওয়ার অবস্থায় থাকেন, তখন অবশ্যই ড্র দারুণ একটা ফলাফল। কিন্তু আমাদের লক্ষ্য জয়। অবশ্যই ম্যাচে যে কোনো কিছুই ঘটতে পারে। কিন্তু আমরা জয়ের উদ্দেশে নিয়েই মাঠে নামব।”

“এই তিন পয়েন্ট দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।”

৩০ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬২। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭।