প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলে হরিপুর ও পাঁচরুখী চ্যাম্পিয়ন

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে সেরা হয়েছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের নিয়ে হওয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2019, 03:21 PM
Updated : 4 April 2019, 03:56 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ছেলেদের ফাইনালে সালমান আহমেদের একমাত্র গোলে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ ব্যবধানে হারায় হরিপুর প্রাথমিক বিদ্যালয়।

মেয়েদের ফাইনালে একই ব্যবধানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরাগাড়ী বালা কান্তা (বি কে) সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫ গোল নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পাবনার শঙ্কর পাশা সাথিয়া প্রাথমিক বিদ্যালয়ের রিয়াদ হোসেন। ৫ গোল করে বঙ্গমাতা গোল্ডকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রানার্সআপ দলের লিভা আখতার।

ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিসুর রহমান সুর্য। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় লিভা।    

দুই বিভাগে চ্যাম্পিয়ন দল পেয়েছে তিন লাখ টাকা করে পুরস্কার। বিজয়ী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।