অনুশীলনে ফিরলেন নেইমার

১০ সপ্তাহ পর অনুশীলনে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2019, 10:32 AM
Updated : 4 April 2019, 10:32 AM

দলের অন্যদের সঙ্গে অবশ্য এখনও যোগ দেননি ব্রাজিলের এই ফুটবলার। বুধবার ক্লাবের ফিজিওর তত্ত্বাবধানে আলাদাভাবে অনুশীলন করেন তিনি।

এক বিবৃতিতে পিএসজি জানায়, “নেইমারের চোট পরিস্থিতির খুব ভালো উন্নতি হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী, সে মাঠের অনুশীলনে ফিরবে।”

গত জানুয়ারিতে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৭ বছর বয়সী নেইমার। বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠন করা বোর্ড তার মাঠে ফিরতে প্রায় আড়াই মাসের মতো সময় লাগবে বলে জানায়। কোপা আমেরিকায় খেলতে প্রস্তুত হওয়ার জন্য চলতি মৌসুমের শেষ দিকে মাঠে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছিলেন ব্রাজিলের অধিনায়ক নিজেও।

১৪ জুন ব্রাজিলে শুরু হবে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এবারের আসর।