উলভারহ্যাম্পটনের মাঠে হেরে গেল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে রুখে দিয়েছিল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। ফিরতি দেখায় শুরুতে এগিয়ে গিয়ে প্রতিশোধের সম্ভাবনা জাগিয়েছিল রেড ডেভিলরা। তবে বাকি সময়ে দুই গোল খেয়ে হারের হতাশা নিয়ে ফিরেছে উলে গুনার শুলশারের দল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 08:42 PM
Updated : 2 April 2019, 09:17 PM

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে দশ জনের দল ইউনাইটেডকে ২-১ গোলে হারায় উলভারহ্যাম্পটন। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে উলভারহ্যাম্পটনের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল শুলশারের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। দিয়োগো দালোতের দারুণ ক্রস ছোট ডি-বক্সে পেয়ে গোলরক্ষক বরাবর হেড করেন রোমেলু লুকাকু।

দারুণ গোছানো এক আক্রমণে ত্রয়োদশ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় অতিথিরা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদের ছোট পাস পেয়ে দূরপাল্লার নিচু শটে পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে।

পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি সপ্তম স্থানে থাকা উলভারহ্যাম্পটন। রাউল হিমেনেসের দারুণ রক্ষণচেরা পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার দিয়োগো জতা।

৫৭তম মিনিটে বড় ধাক্কাটি খায় ইউনাইটেড। জতাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাশলে ইয়ং। এক জন কম নিয়ে বাকি সময়ে জাল অক্ষত রাখতে পারেনি তারা।

দ্বিতীয় গোলটি অবশ্য তারা খায় নিজেদের ভুলেই। ৭৭তম মিনিটে বাঁ দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার ইয়োনির ক্রসে ঠিকমতো হেড করতে পারেননি হিমেনেস। বল ঠিক গিয়ে পড়ে গোলমুখে। জটলার মধ্যে ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের গায়ে লেগে বল গোললাইন পেরিয়ে যায়।

বাকি সময়ে টানা আক্রমণ করে যাওয়া স্বাগতিকরা ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল। এর মধ্যে যোগ করা সময়ে পর্তুগিজ ফরোয়ার্ড কাভালেইরোর জোরালো শট ক্রসবারে লাগলে ব্যবধান আর বাড়েনি। লিগে সপ্তম হার নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

৩২ ম্যাচে ১৮ জয় ও সাত ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

২৪ জয় ও সাত ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩।

ইউনাইটেডের সমান ৬১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চার নম্বরে আছে টটেনহ্যাম হটস্পার।

ষষ্ঠ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩১ ম্যাচে ৬০। সাত নম্বরে থাকা উলভারহ্যাম্পটনের পয়েন্ট ৪৭।

আরেক ম্যাচে ওয়াটফোর্ডের মাঠে ৪-১ গোলে হেরে অবনমন নিশ্চিত হয়ে গেছে ফুলহ্যামের। ৩২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে তারা।

সমান ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া তলানির দল হাডার্সফিল্ড টাউনের অবনমন নিশ্চিত হয়েছে আগেই।