চোট পেয়ে মাঠের বাইরে আগুয়েরো

পেশিতে চোট পাওয়া সের্হিও আগুয়েরো ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটির বিপক্ষে খেলবেন না বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 06:28 PM
Updated : 2 April 2019, 06:28 PM

গত শনিবার ফুলহ্যামের মাঠে ২-০ গোলে জেতা ম্যাচে পেশির সমস্যা অনুভব করায় নিজেই তাকে তুলে নেওয়ার অনুরোধ করেন আগুয়েরো। ওই ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

বুধবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কার্ডিফ সিটির বিপক্ষে খেলবে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আগুয়েরোর প্রসঙ্গে গুয়ার্দিওলা বলেন, “সে গত দুদিন অনুশীলন করেনি এবং আগামীকাল খেলবে না।”

আগামী কয়েকদিন তার চোটের অবস্থা পর্যালোচনা করা হবে এবং এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান গুয়ার্দিওলা।

কার্ডিফের বিপক্ষে জিতলে লিভারপুলকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ৩২ ম্যাচ খেলা ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল।