নিউক্যাসলকে হারিয়ে তিনে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে উনাই এমেরির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2019, 08:58 PM
Updated : 1 April 2019, 09:13 PM

এমিরেটস স্টেডিয়ামে সোমবার রাতে অ্যারন র‌্যামজি ও আলেকসঁদ লাকাজেতের লক্ষ্যভেদে ২-০ গোলে জেতে লন্ডনের ক্লাবটি। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে নিউক্যাসলের মাঠে ২-১ গোলে জিতেছিল এমেরির শিষ্যরা।

ম্যাচের ৩০তম মিনিটে র‌্যামজির নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনাল। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ফ্লিকে লাকাজেতকে বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন র‌্যামজি। পরে ফিরতি পাস পেয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ওয়েলস মিডফিল্ডার।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। মেসুত ওজিলের পাস পেয়ে শরীরটাকে ঘুরিয়ে লাকাজেতের নেওয়া শট গোললাইন থেকে ফেরান ইংলিশ মিডফিল্ডার ম্যাট রিচি।

৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাকাজেত। পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের হেডে বাড়ানো বল ডি-বক্সে ঢুকেই চিপ শটে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে জালে পাঠান এই ফরাসি ফরোয়ার্ড। ঘরের মাঠে লিগে টানা দশম জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

৩১ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে তৃতীয় স্থানে ওঠা আর্সেনালের পয়েন্ট ৬৩।

চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারানো লিভারপুল ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।

ষষ্ঠ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৬০।