মৌসুম শেষে বেলকে নিয়ে সিদ্ধান্তের ইঙ্গিত জিদানের

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গ্যারেথ বেলের দল-বদলের সম্ভাবনা নিয়ে ওঠা গুঞ্জন দিনে দিনে আরও জোরালো হচ্ছে। দুটি ইংলিশ ক্লাব তাকে পেতে আগ্রহী বলেও সংবাদ মাধ্যমের খবর। এমন অবস্থায় চলতি মৌসুমের শেষে ওয়েলস উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আভাস দিয়েছেন কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2019, 01:06 PM
Updated : 1 April 2019, 01:06 PM

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে সান্তিয়াগো বের্নাবেউ ছাড়তে পারেন বেল। বার বার চোটে পড়ার পাশাপাশি মাঠের বাইরের নানা কারণে সাম্প্রতিক সময়ে নেতিবাচক সব খবরের শিরোনাম হয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। সাদামাটা পারফরম্যান্সের জন্য রিয়াল সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। ২০১৩ সালে ১০ কোটি ইউরোয় রিয়ালের কাছে বেলকে বিক্রি করা টটেনহ্যাম হটস্পার সাবেক খেলোয়াড়কে ফেরাতে চায় বলেও শোনা যাচ্ছে।

গত মাসে দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে ফিরে আসা জিদান এখনই বেলের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে রাজি নন।

“গ্যারেথ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এখানে সে কি করেছে, এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সে কি করেছে তা আমরা জানি।”

“যা কিছু সে করেছে তা কেউ কেড়ে নিতে পারবে না। আমরা জানি যে সে দলকে অনেক কিছু দিতে পারে। আমরা তার উপর নির্ভর করব।”

“আমরা এই দশটা ম্যাচ খেলব (চলতি মৌসুমের শেষ দশ ম্যাচ) এবং তারপর দেখব কি হয়। এর অর্থ এই নয় যে, এরপর দলে পরিবর্তন আসবে।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৩টি ম্যাচ খেলে ১১টি গোল করেছেন বেল।