বঙ্গবন্ধু কাপ গলফে দেশের ৪৬ প্রতিযোগী

কুর্মিটোলা গলফ কোর্সে আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া এশিয়ান ট্যুরের আসর বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে খেলবেন বাংলাদেশের ৪৬ জন গলফার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2019, 02:37 PM
Updated : 28 March 2019, 02:38 PM

কুর্মিটোলায় বৃহস্পতিবার সাড়ে তিন লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। আগামী রোববার করা হবে ট্রফি উন্মোচন।

আয়োজকরা জানান, বাংলাদেশের ৪০জন পেশাদার ও ৬ জন অ্যামেচার গলফার এবারের প্রতিযোগিতায় অংশ নিবেন। ২২টি দেশের সব মিলিয়ে ১৪৬ জন গলফার লড়বেন এবার।

এ নিয়ে বাংলাদেশে এশিয়ান ট্যুরের পঞ্চম আসর বসছে। শুরুর তিনটি আসরের নাম ছিল বসুন্ধরা বাংলাদেশ ওপেন। ২০১৮ সালে প্রতিযোগিতাটি হয়েছিল এবি ব্যাংক বাংলাদেশ ওপেন নামে।

চেনা কোর্সে হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের গলফাররা কখনই সেরা হতে পারেননি। ২০১৭ সালের আসরে সিদ্দিকুর রহমানের দ্বিতীয় হওয়া স্থানীয় গলফারদের এখন পর্যন্ত সেরা সাফল্য।