নেপালকে হারিয়ে সাফের পঞ্চম শিরোপা ভারতের মেয়েদের

সাফ চ্যাম্পিয়নশিপে আধিপত্য ধরে রাখল ভারতের মেয়েরা। নেপালকে তাদের মাঠে হারিয়েই পঞ্চম শিরোপা জিতেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 11:30 AM
Updated : 22 March 2019, 11:35 AM

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে শুক্রবার ফাইনালে ৩-১ গোলে জিতে ভারত। এ নিয়ে সাফের ফাইনালে ভারতের কাছে চারবার হারল নেপাল।

নিজেদের মাঠ শুরু থেকে ভারতের রক্ষণে চাপ দিতে থাকলেও গোল পাচ্ছিল না নেপাল। বরং ২৬তম মিনিটে দালিমা চিব্বা ডি-বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে ভারতকে এগিয়ে নেন।

৩৩তম মিনিটে ভারতের এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সঙ্গে লেগে থাকা সাবিত্রা হেডে নেপালকে সমতায় ফেরান।

৬৩তম মিনিটে সান্ধিয়া রঙ্গানাথানের থ্রু পাস ধরে গ্রেসি দেংমাই ভারতকে ফের এগিয়ে নেন। ৭৮তম মিনিটে জাবামানি টুডুর হেড থেকে পাওয়া বল জোরালো শটে জালে জড়িয়ে ভারতের জয় নিশ্চিত করে দেন আঞ্জু তামাং।

এ নিয়ে সাফে অপরাজিত থাকার গর্ব ধরে রাখল ভারত। পাঁচ আসর মিলিয়ে খেলা ২৩ ম্যাচে তাদের জয় ২২টি; একমাত্র ড্র ২০১৬ সালে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচ।

এবার সেমি-ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারায় ভারত।