দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে সুয়ারেস

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে গোড়ালির গাঁটে আঘাত পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 02:39 PM
Updated : 18 March 2019, 02:39 PM

সোমবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বার্সেলোনা।

রোববার ম্যাচটি ৪-১ গোলে জেতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকের পাশাপাশি ৬৩তম মিনিটে দলের অন্য গোলটি করেন সুয়ারেস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে চোট পান চলতি লিগে এ পর্যন্ত ১৮টি গোল করা এই ফুটবলার।

সোমবার অনুশীলনের সময় পরীক্ষা-নিরীক্ষার পর সুয়ারেসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। অবশ্য মাঝে আন্তর্জাতিক ফুটবলের বিরতি থাকায় বার্সেলোনা নিজেদের পরের ম্যাচেই হয়তো তাকে ফিরে পেতে পারে। ৩০ মার্চ লা লিগায় আরেক কাতালান দল এস্পানিওলের মুখোমুখি হবে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

তবে চোটে পড়ায় দেশের হয়ে দুটি ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেস। শুক্রবার চায়না কাপের সেমি-ফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে উরুগুয়ে। আগামী সোমবার ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চীন বা থাইল্যান্ডের মুখোমুখি হবে অস্কার তাবারেসের দল।