অসমীচীন আচরণের জন্য অভিযুক্ত রোনালদো

চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করার পর অসমীচীন আচরণের জন্য ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে অভিযোগ এনেছে উয়েফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 02:06 PM
Updated : 18 March 2019, 02:06 PM

গত সপ্তাহে নিজেদের মাঠে স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে প্রতিযোগিতার শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে ওঠে ইউভেন্তুস। দলের তিনটি গোলই করেন রোনালদো। শেষ গোলের পর সমর্থকদের দিকে ফিরে আতলেতিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমেওনের অনুকরণে উদযাপন করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে ঐ ভঙ্গিতে উদযাপনের জন্য ১৭ হাজার পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল সিমেওনেকে।

এক বিবৃতিতে উয়েফা এ নিয়ে তদন্ত শুরু করার কথা জানায়।

প্রতিযোগিতার শেষ আটে ডাচ ক্লাব আয়াক্সের মুখোমুখি হবে ইউভেন্তুস।