জেনোয়ার মাঠে হেরেই গেল ইউভেন্তুস

সেরি আয় প্রথম পর্বে জোনোয়ার সঙ্গে ঘরের মাঠে ড্র করেছিল ইউভেন্তুস। ফিরতি দেখায় দলটির কাছে হেরেই গেল ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে খেলতে নামা টানা সাতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 01:26 PM
Updated : 17 March 2019, 02:28 PM

রোববার স্থানীয় সময় দুপুরে শিরোপাধারীদের ২-০ গোলে হারায় জেনোয়া। চলতি লিগে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দলের এটাই প্রথম পরাজয়। গত অক্টোবরে দলটির সঙ্গে ১-১ ড্র করেছিল ইউভেন্তুস। আসরে ওই ম্যাচেই প্রথম পয়েন্ট হারায় দলটি।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের নায়ক রোনালদোসহ ওই ম্যাচের একাদশের ছয়জনকে ছাড়া খেলতে নামা ইউভেন্তুসের প্রথমার্ধের পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। বিরতির আগে গোলের উদ্দেশ্যে একটিও শট নিতে পারেনি তারা।

এই অর্ধে মোট সাতটি শট নেয় জেনোয়া যার একটি ছিল লক্ষ্যে। ১৭তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে প্যারাগুয়ের ফরোয়ার্ড আন্তোনিও সানাব্রিয়ার জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ইউভেন্তুসের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক মাত্তিয়া পেরিন। ৩০তম মিনিটে অতিথিদের ডি-বক্সে তাদের ডিফেন্ডার জোয়াও কানসেলোর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে অবশ্য ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টিটি বাতিল করেন তিনি।

৫৬তম মিনিটে কানসেলোর কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে বল জালে পাঠান অরক্ষিত পাওলো দিবালা। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি।

৭২তম মিনিটে গোল খেয়ে বসে ইউভেন্তুস। গোরান পানদেভের ছোট পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২২ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান দুই মিনিট আগেই বদলি নামা ইতালিয়ান মিডফিল্ডার স্তেফানো স্তুরারো।

দুর্দান্ত এক প্রতি-আক্রমণে ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পানদেভ। মাঝমাঠের আগে থেকে বল পায়ে ছুটে গিয়ে বাঁ দিকে পাস দেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান কুয়ামে। আর প্রথম ছোঁয়ায় নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন মেসিডোনিয়ার ফরোয়ার্ড পানদেভ।

চলতি মৌসুমে লিগে ২৭ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ের পর প্রথম হারের স্বাদ পেল প্রতিযোগিতার সফলতম দলটি। আর ইতালির শীর্ষ এই লিগে মোট ৩১ ম্যাচ পর হারল তারা। এর আগে ইউভেন্তুস সবশেষ হেরেছিল গত মৌসুমে এপ্রিলে ঘরের মাঠে নাপোলির কাছে ১-০ গোলে।

টানা অষ্টমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে থাকা ইউভেন্তুস ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বাদশ স্থানে থাকা জেনোয়ার পয়েন্ট ৩৩।