সেমিতে ভারতকে পেল বাংলাদেশ

শক্তিশালী ভারতের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া অনুমিতই ছিল। হয়েছেও সেটা। বর্তমান চ্যাম্পিয়নদেরই তাই সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল নিজেদের গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক নেপালের বিরাটনগর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 11:27 AM
Updated : 17 March 2019, 04:52 PM

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারানো ভারত দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়েছিল তারা।

আগামী শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতা গোলাম রব্বানী ছোটনের দল দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হারে ৩-০ ব্যবধানে।

গত সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ও ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে গোলশূন্য ড্র করলেও শিরোপা লড়াইয়ে ৩-১ ব্যবধানে হেরেছিল দল।

আগামী বুধবার অপর সেমি-ফাইনালে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়া শ্রীলঙ্কা মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ভুটান ও বাংলাদেশকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেরা চারে ওঠে নেপাল।