ম্যানইউকে হারিয়ে শেষ চারে উলভারহ্যাম্পটন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2019 04:12 AM BdST Updated: 17 Mar 2019 04:22 AM BdST
মৌসুমের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে হোঁচট খেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেই দলের কাছে হেরেই এফএ কাপ থেকে ছিটকে গেল প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়নরা।
Related Stories
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে কোয়ার্টার-ফাইনালে উলে গুনার সুলশারের দলকে ২-১ গোলে হারায় ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে থাকা উলভারহ্যাম্পটন। গত সেপ্টেম্বরে লিগে ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলদের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা।
ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রাখা ইউনাইটেড আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না। প্রথমার্ধে উল্টো কয়েকটি ভালো সুযোগ তৈরি করে স্বাগতিকরা। তবে বিরতির আগে গোলের দেখা পায়নি কেউই।

হিমেনেসকে ৭০তম মিনিটে আর আটকাতে পারেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক। ডি-বক্সে ইউনাইটেডের খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে উলভারহ্যাম্পটনকে এগিয়ে দেন মেক্সিকোর ফরোয়ার্ড।
৭৬তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জোতা। সতীর্থের পাস মাঝমাঠে পেয়ে ক্ষিপ্র গতিতে ছুটে এক জনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান পর্তুগিজ এই মিডফিল্ডার।

দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ওয়াটফোর্ড।
আর সোয়ানসি সিটির মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে সেমি-ফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি।
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
-
২০২৩ সালের জুনের পর আর নয়: বুফ্ফন
-
বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
-
জয়ে ফিরল ইউভেন্তুস
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- এইচ টি ইমাম আর নেই
- জয়ে ফিরল ইউভেন্তুস
- পপ শিল্পী জানে আলম আর নেই