আউবামেয়াংয়ের জোড়া গোলে কোয়ার্টার-ফাইনালে আর্সেনাল

প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়ালো আর্সেনাল। পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের জোড়া গোলে রেনকে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলো উনাই এমেরির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 10:03 PM
Updated : 14 March 2019, 10:34 PM

এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে ওঠে আর্সেনাল। গত সপ্তাহে প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল ফরাসি ক্লাব রেন।

পিছিয়ে থেকে মাঠে নামা আর্সেনালের শুরুটা হয় দুর্দান্ত। ১৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় তারা।

পঞ্চম মিনিটে ডান দিক থেকে এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের ছোট ডি-বক্সে বাড়ানো বল বাঁ পায়ের টোকায় জালে পাঠান আউবামেয়াং। আর পঞ্চদশ মিনিটে বাঁ দিকের বাইলাইন থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান অ্যারন র‌্যামজি। দুরূহ কোণ থেকে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার মেইটল্যান্ড-নাইলস।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩; কিন্তু অ্যাওয়ে গোলের সুবাদে পরের রাউন্ডে ওঠার পথে এগিয়ে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে সেনেগালের ফরোয়ার্ড এমবায়ে নিয়াংয়ের নিচু শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে বাধা পায়। বেঁচে যায় আর্সেনাল।

৭২তম মিনিটে দারুণ এক আক্রমণে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে সেয়াদ কোলাশিনাচ গোলরক্ষককে ফাঁকি দিয়ে ছোট ডি-বক্সে বল বাড়ান আর অনায়াসে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্যাবনের স্ট্রাইকার আউবামেয়াং।

শেষ দিকে পরপর সহজ দুটি সুযোগ নষ্ট করে হ্যাটট্রিক হাতছাড়া করেন আউবামেয়াং। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় টিকে থাকার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে দলটি।

অলিভিয়ে জিরুদের হ্যাটট্রিকে ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভের মাঠে ৫-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৮-০ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে উঠেছে চেলসি।

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সালসবুর্কের মাঠে ৩-১ গোলে হেরে গেছে নাপোলি। তবে প্রথম পর্বে ৩-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠেছে ইতালিয়ান ক্লাবটি।

জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে ইতালির দল ইন্টার মিলান। দুদলের মধ্যে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।