ইচ্ছার বিরুদ্ধে আজারকে আটকাবে না চেলসি

চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড এদেন আজার রিয়াল মাদ্রিদে যোগ দিতে চাইলে ক্লাবের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির কোচ মাওরিসিও সাররি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 01:05 PM
Updated : 14 March 2019, 01:05 PM

চেলসির সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তি রয়েছে আজারের। গত বছর রাশিয়া বিশ্বকাপের পর জোর গুঞ্জন ওঠে, রিয়ালে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। সংবাদ মাধ্যমে একাধিকবার নিজেও সান্তিয়াগো বের্নাবেউয়ে পা রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। চলতি সপ্তাহে রিয়ালের কোচ হিসেবে জিনেদিন জিদান ফিরে আসার পর গুঞ্জন আরও জোরালো হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে ইউরোপা লিগে ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভের মুখোমুখি হবে চেলসি। এর আগে সংবাদ সম্মেলনে আজারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন বলে জানান সাররি।

“আমি মনে করি, আপনাদের আজারকে জিজ্ঞাসা করতে হবে। আমি আজারের সঙ্গে জিদানকে নিয়ে কথা বলিনি। আমি চিন্তিত নই। আপনারা আমার মতামত খুব ভালো করেই জানেন – যারা চেলসির হয়ে খেলতে চায়, আমি শুধু সেসব খেলোয়াড়কেই চাই।”