বায়ার্নকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে লিভারপুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2019 04:00 AM BdST Updated: 14 Mar 2019 05:07 AM BdST
প্রতিযোগিতামূলক ফুটবলে লিভারপুলের বিপক্ষে জয় অধরাই থেকে গেল বায়ার্ন মিউনিখের। জার্মান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
Related Stories
শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। ইংলিশ দলটির হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। অন্য গোলটি ভার্জিল ফন ডাইকের। অ্যানফিল্ডে প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল।
আলিয়াঞ্জ অ্যারেনায় গুছিয়ে উঠতে একটু সময় নেয় লিভারপুল। নিজেদের মাঠে শুরুতে বেশি সময় পায়ে বল রাখা বায়ার্ন পায় প্রথম সুযোগ। দশম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন রবের্ত লেভানদফস্কি। ঠিকমতো বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শটই নিতে পারেননি এই ফরোয়ার্ড।

২৬তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন মানে। মাঝমাঠ থেকে ফন ডাইকের উড়ে আসা বলে তার প্রথম স্পর্শ ছিল দুর্দান্ত। সঙ্গে লেগে থাকা ফেরেইরা দে সোসা বিভ্রান্ত হয়ে এগিয়ে যান অনেকটা। বিপদ দেখে ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন গোলরক্ষক মানুয়েল নয়ার। তাকে এড়িয়ে ফাঁকা জালে বল পাঠান ছন্দে থাকা মানে।
৩৯তম মিনিটে সৌভাগ্যের গোলে সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। সের্গে জিনাব্রির নিচু ক্রস পোস্টের পাশ দিয়ে বাইরে পাঠানোর চেষ্টায় জালে পাঠিয়ে দেন জোয়েল মাতিপ। লিভারপুলের চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে আত্মঘাতী গোল করা এই ডিফেন্ডারের সামনে খুব বেশি বিকল্প ছিল না। কারণ, তার ঠিক পেছনেই ছিলেন অরক্ষিত লেভানদফস্কি। তার গোল করতে স্রেফ একটা টোকা দিতে হতো।
৬৯তম মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের দারুণ কর্নারে সবার উঁচুতে লাফিয়ে চমৎকার হেডে বল জালে পাঠান ফন ডাইক।

এই ভুল কিছুক্ষণ পর পুষিয়ে দেন সালাহ। ডি-বক্সের বাইরে থেকে উঁচু করে বল বাড়ান এই ফরোয়ার্ড। দারুণ হেডে নয়ারকে ফাঁকি দিয়ে ৮৪তম মিনিটে ব্যবধান বাড়ান মানে। বাকি সময়ে গোল পায়নি কোনো দলই।
এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের পর ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে এবারের আসরের কোয়ার্টার-ফাইনালে উঠল লিভারপুল।
একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ফরাসি ক্লাব লিওঁকে ৫-১ গোলে উড়িয়ে শেষ আঠে উঠেছে বার্সেলোনা।
-
বৃষ্টি আর বজ্রপাতে মোহনবাগান-কিংস ম্যাচ আপাতত স্থগিত
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
-
‘লেভানদোভস্কিকে দলে টানার অবস্থায় নেই বার্সা’
-
শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
-
টিভিতে আজ
-
চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ