ভুটান ম্যাচে চাপ নিবে না বাংলাদেশ
বিরাটনগর থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2019 09:23 PM BdST Updated: 13 Mar 2019 10:13 PM BdST
-
ছবি: মোহাম্মদ জুবায়ের
ভারতকে যেন ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ধরেই নিয়েছে বাংলাদেশ! তাই ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে কোচ-খেলোয়াড়দের মনে ঘুরে ফিরে আসছে সেমি-ফাইনালে ভারতকে এড়ানোর ভাবনা! তবে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মিশরাত জাহান মৌসুমী জানালেন শিরোপাধারীদের এড়ানোর ভাবনা থাকলেও এ জন্য ভুটান ম্যাচ নিয়ে চাপ নিবেন না তারা।
নেপালের বিরাটনগরের শাহিদ রাংসালা স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ বাংলাদেশ।
স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরে সাফে চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর করেছে ভুটান। তাদের হারাতে পারলে সেমি-ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। তবে কোচ-খেলোয়াড়রা জানিয়ে দিয়েছেন ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা চারের লড়াইয়ে ভারতকে এড়ানোর লক্ষ্যটা।
সে লক্ষ্য পূরণ করতে হলে ভুটানকে তিন গোলের বেশি দিতে পারলে নেপালের সঙ্গে ড্র করলেই চলবে বাংলাদেশের। সহ-অধিনায়ক মৌসুমী জানালেন ভুটান ম্যাচে বেশি গোল দেওয়ার বাড়তি চাপ নিবেন না তারা।
“চাপ বেশি নেওয়ার কিছু নেই। কম নেওয়ারও কিছু নেই। ভুটানকে হারাতে পারলে আমরা সেমি-ফাইনাল খেলব। তাই তাদের হারানোর লক্ষ্য নিয়ে খেলতে নামব আমরা।”
“ভুটানের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাল ওদের বিপক্ষে জিতে আমরা সেমি-ফাইনালে ওঠার প্রাথমিক লক্ষ্যটা পূরণ করতে পারব বলে আশা করি।”
মাঠে বসে ভুটান-নেপাল ম্যাচ দেখে অচেনা প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়ার কথাও জানালেন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
“আসলে কাল আমাদেরকে ওদের খেলা দেখতে নিয়ে আসার একটাই কারণ-আমরা যেন ওদের খেলা দেখে একটা ধারণা নিতে পারি এবং বুঝতে পারি ওদের বিপক্ষে আমরা কিভাবে খেলব।”
“ভুটানের সিনিয়র টিম সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। তো কাল ওদের খেলা দেখে আমাদের ধারণা হয়েছে, স্যারেরা কিছু নোট নিয়েছেন। আমাদের একটা গেম প্ল্যান বুঝিয়ে দিয়েছেন। আশা করি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব আমরা।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল