এজন্যই ইউভেন্তুস আমাকে দলে নিয়েছিল: রোনালদো

আতলেতিকো মাদ্রিদের জালে দারুণ এক হ্যাটট্রিকে দলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে দিতে পেরে দারুণ খুশি ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। এমন পারফরম্যান্সের জন্যই ইতালির চ্যাম্পিয়নরা তাকে দলে টেনেছিল বলে মনে করেন পর্তুগিজ এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2019, 05:54 AM
Updated : 13 March 2019, 05:54 AM

নিজেদের মাঠে মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে ওঠে ইউভেন্তুস। মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোতে প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

বিরতির আগেই হেডে দলকে এগিয়ে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আরেকটি দারুণ হেডে দ্বিগুণ করেন ব্যবধান। ৮৬তম মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দুই লেগ মিলিয়ে দলকে এগিয়ে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ম্যাচের পর স্কাই স্পোর্ত ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন ৩৪ বছর বয়সী রোনালদো।

“আমাদের দারুণ একটা রাত কাটাতেই হতো। আর এটা অসাধারণ একটা রাতই ছিল। শুধু আমার গোলের জন্য নয়, দলের জন্যও।”

“সম্ভবত এ কারণেই ইউভেন্তুস আমাকে দলে নিয়েছিল। আমি শুধু নিজের কাজটা করলাম। আর এটা ছিল স্বপ্নের মতো একটা রাত।... আমরা খুব গর্বিত।”

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে চার গোল করেছেন রোনালদো। প্রতিযোগিতার ইতিহাসে তার মোট গোল ১২৪টি।