আজারের শেষ মুহূর্তের গোলে হার এড়াল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের কাছে ঘরের মাঠেও হারের শঙ্কায় পড়েছিল চেলসি। তবে এদেন আজারের শেষ মুহূর্তের গোলে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে মাওরিসিও সাররির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2019, 04:03 PM
Updated : 10 March 2019, 07:09 PM

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার স্থানীয় সময় বিকালের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত ডিসেম্বরে উলভারহ্যাম্পটনের মাঠে ২-১ গোলে হেরেছিল চেলসি।

ডিসেম্বরে টটেনহ্যাম হটস্পারকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল উলভারহ্যাম্পটন। এর আগে আর্সেনালের মাঠে ১-১ গোলে ড্র করেছিল চমক জাগানো দলটি। এবার চেলসির মাঠেও এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল তারা। তবে শেষ মুহূর্তে দলের বিব্রতকর হার এড়ান আজার।

গোলশূন্য প্রথমার্ধে একচেটিয়া বল দখলে রেখেও প্রতিপক্ষের উপর তেমন কোনো চাপ ফেলতে পারেনি চেলসি। ১৯তম মিনিটে বিরতির আগের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি পায় তারা। তবে দুরূহ কোণ থেকে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন গনসালো হিগুয়াইন।

দ্বিতীয়ার্ধেও একইভাবে চলতে থাকা ম্যাচের ৫৭তম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। মেক্সিকোর ফরোয়ার্ড রাউল হিমেনেসের শট ছুটে আসা ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। বল আটকানোর কোনো সুযোগই পাননি আগুয়ান গোলরক্ষক কেপা আরিসাবালাগা। গোলের লক্ষ্যে এটাই ছিল উলভারহ্যাম্পটনের প্রথম শট।

৮৭তম মিনিটে বাঁ দিক থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের দূরপাল্লার শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও। তবে শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেননি এই পর্তুগিজ গোলরক্ষক।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক গোলে দলের হার এড়ান আজার। উইলিয়ানের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের মিডফিল্ডার রুবেন নেভেসের বাধা এড়িয়ে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে বল ঠিকানায় পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড।

২৯ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে চেলসির পয়েন্ট ৫৭।  

দিনের প্রথম ম্যাচে অ্যানফিল্ডে রবের্তো ফিরমিনো ও সাদিও মানের জোড়া গোলে বার্নলিকে ৪-২ ব্যবধানে হারানো লিভারপুল ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

শনিবার ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে।

তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১।