মানে-ফিরমিনোর জোড়া গোলে লিভারপুলের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2019 08:01 PM BdST Updated: 11 Mar 2019 01:09 AM BdST
একাদশে ফিরেই জোড়া গোল করলেন রবের্তো ফিরমিনো। আর ঘরের মাঠে টানা ষষ্ঠ লিগ ম্যাচে জালের দেখা পেলেন সাদিও মানে। দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে সহজেই হারিয়েছে লিভারপুল।
অ্যানফিল্ডে রোববার ম্যাচটি ৪-২ গোলে জেতে ইয়ুর্গেন ক্লপের দল। ঘরের মাঠে এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন মানে।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে অসাধারণ এক বাঁকানো কর্নার কিকে দূরের পোস্ট দিয়ে সরাসরি জালে বল জড়ান ইংলিশ মিডফিল্ডার অ্যাশলি ওয়েস্টউড। ফাউলের দাবি তুলে রেফারির সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।
দ্রুতই সমতায় ফেরে গোল হজমের পর মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকা লিভারপুল। ১৯তম মিনিটে সালাহর ক্রস বার্নলির রক্ষণ বিপদমুক্ত করতে ব্যর্থ হলে গোলমুখে বল পেয়ে যান ফিরমিনো। অনায়াসে টোকা দিয়ে বল জালে পাঠান ব্রাজিলের এই ফরোয়ার্ড।

বিরতির পর লিভারপুলের তৃতীয় গোলটিও আসে অতিথিদের ভুল থেকে। ৬৭তম মিনিটে বার্নলি গোলরক্ষকের বাজে শটে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন সালাহ। তাকে আটকাতে গিয়ে গোলরক্ষক পড়ে গেলে ফাঁকা পোস্টে বল পাঠান ফিরমিনো।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বার্নলির আইসল্যান্ডের মিডফিল্ডার ইয়োহান গুদমুন্দসন ব্যবধান কমালে নাটকীয় শেষের আভাস জাগে। তবে শেষ মুহূর্তে মানের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের। ড্যানিয়েল স্টারিজের পাস পেয়ে অফসাইডের ফাঁদ ভেঙ্গে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান ২৬ বছর বয়সী এই ফুটবলার।
চলতি লিগে মানের মোট গোল হলো ১৬টি। আর ফিরমিনো করেছেন ১১টি।
এই জয়ে ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়েই রইল লিভারপুল। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১।
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
-
জাতীয় দলকে অবামেয়াংয়ের বিদায়
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ