জাতীয় সাঁতারে প্রথম দিনে জুনাইনার দুটি রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2019 07:41 PM BdST Updated: 10 Mar 2019 07:44 PM BdST
জাতীয় সাঁতারের প্রথম দিনে সুইমিংপুলে আলো ছড়িয়েছেন জুনাইনা আহমেদ, সোনিয়া আক্তার টুম্পা, মাহমুদুন নবী নাহিদ ও জুয়েল আহমেদ। প্রথম দিনে হওয়া পাঁচ রেকর্ডের মধ্যে দুটি গড়েছেন ইংল্যান্ড প্রবাসী জুনাইনা।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে রোববার প্রথম দিনে হওয়া সাত ইভেন্টের মধ্যে প্রথম রেকর্ডটি গড়েন জুনাইনা। ২০০ মিটার ফ্রিস্টাইলে ২ মিনিট ১৯ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে ২০০৭ সালে সবুরা খাতুনের গড়া (২ মিনিট ২৫ দশমিক ৫৬ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু।
পরে ৪০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৪০ দশমিক ৭৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন জুনাইনা। ২০১৭ সালে বয়সভিত্তিক সাঁতারে সব মিলিয়ে ১০টি সোনা জেতা জুনাইনা এ ইভেন্টে ভেঙেছেন ২০১৬ সালে নাঈমা আক্তারের গড়া ২ মিনিট ৪৪ দশমিক ৮০ সেকেন্ডের রেকর্ড।
দারুণ লড়াইয়ের পর ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর মামুনুর রশিদকে হারিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল। ২ মিনিট ১৬ দশমিক ১৩ সেকেন্ড সময় নিয়ে এই সাঁতারু ভেঙেছেন ২০০৩ সালে রুবেল রানার গড়া ২ মিনিট ১৬ দশমিক ৭৬ সেকেন্ডের রেকর্ড। এ ইভেন্টে এবার দ্বিতীয় হওয়া মামুনুরের টাইমিং ২ মিনিট ১৬ দশমিক ৫৯ সেকেন্ড।
১০০ মিটার বাটারফ্লাইয়ে ২০০৩ সালে জুয়েল আহমেদের গড়া ৫৭ দশমিক ৫০ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন নাহিদ। ৫৬ দশমিক ৮২ সেকেন্ড নিয়ে সেরা হয়েছেন নৌবাহিনীর এই সাঁতারু।
মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ৮ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ডই ভেঙেছেন টুম্পা। ২০১৪ সালে ১ মিনিট ১০ দশমিক ০৪ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন তিনি।
ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ২৭ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর আরিফুল ইসলাম সেরা হয়েছেন। এ ইভেন্টের মেয়েদের বিভাগে সেরা সেনাবাহিনীর রুমানা আক্তারের টাইমিং ২ মিনিট ২৭ সেকেন্ড।
ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ২ মিনিট ০ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে সতীর্থ আরিফুল ইসলামকে (২ মিনিট ০ দশমিক ৭৫ সেকেন্ড) পেছনে ফেলে সেরা হন নৌবাহিনীর আসিফ রেজা।
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ