দুই বছর পর রোববার শুরু জাতীয় সাঁতার

প্রতি বছর জাতীয় সাঁতার আয়োজনের কথা থাকলে তা হয়নি। অবশেষে দুই বছর বিরতি দিয়ে আগামী রোববার শুরু হচ্ছে জাতীয় সাঁতারের ২৯তম আসর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2019, 12:53 PM
Updated : 9 March 2019, 12:53 PM

সর্বশেষ ২০১৬ সালে গোপালগঞ্জে হয়েছিল জাতীয় সাঁতার। এরপর ২০১৭ সালে বয়সভিত্তিক সাঁতারের আয়োজন করেছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে শনিবারের সংবাদ সম্মেলনে সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি রফিজ উদ্দিন রফিজ সাংবাদিকদের জানালেন সীমাবদ্ধতার কথা।

“আমাদের নানা প্রতিবন্ধকতা আছে। সীমাবদ্ধতা আছে। যে কারণে আমরা জাতীয় সাঁতার নিয়মিত আয়োজন করতে পারিনি। গত বছর যেমন ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করতে হয়েছিল আমাদের।”

তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হবে মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে। এখানে হবে সাঁতার ও ওয়াটারপোলোর ইভেন্টগুলো। বরাবরের মতো ডাইভিং ইভেন্টগুলো হবে বাংলাদেশ নৌবাহিনীর ডাইভিং পুলে।