রেনের মাঠে আর্সেনালের হার

ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল আর্সেনালের। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেনি তারা। আক্রমণাত্মক ফুটবল খেলে ইংলিশ ক্লাবটিকে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে রেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2019, 08:05 PM
Updated : 7 March 2019, 10:25 PM

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১০ জনের আর্সেনালকে ৩-১ গোলে হারায় রেন। এই প্রথম ফরাসি কোনো ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হারল গানাররা।

আলেক্স আইওবির নৈপুণ্যে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ডি-বক্সের বাঁ দিকে নাচো মনরিয়ালের পাস পেয়ে একটু এগিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নাইজেরিয়ার মিডফিল্ডার। বল দূরের পোস্টের ভিতরের কানায় লেগে জালে জড়ায়।

৪১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড ইসমাইলাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলস। ১০ জনের দলে নেমে আসে আর্সেনাল।

পরের মিনিটেই গোল খেয়ে বসে তারা। সতীর্থের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে প্রতিহত হওয়ার পর আলগা বল জোরালো শটে ঠিকানায় পাঠান ফরাসি মিডফিল্ডার বাঁজামাঁ বুইজো।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত আর্সেনাল ৬১তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। ডান দিক থেকে রেনের ফরাসি খেলোয়াড় মেদির ক্রস স্প্যানিশ ডিফেন্ডার মনরিয়ালের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষক পেতর চেকের।

৮৮তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোলটি করেন ইসমাইলা।     

আগামী বৃহস্পতিবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হবে ফিরতি লেগ।