‘রামোসের অভাব বোধ করবে রিয়াল’

নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস না থাকায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বে আয়াক্স সুবিধা পাবে বলে মনে করেন ডাচ দলটির কোচ এরিক টেন হাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2019, 02:18 PM
Updated : 5 March 2019, 02:28 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে আয়াক্স। নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল নেদারল্যান্ডসের ক্লাবটি। ম্যাচের ৮৯তম মিনিটে ফাউল করে হলুদ কার্ড পান রামোস।

ইচ্ছাকৃতভাবে রামোস ওই হলুদ কার্ড দেখেছিলেন বলে পরে প্রমাণিত হয়। আর এই অপরাধে স্প্যানিশ ডিফেন্ডারকে মোট দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা। ফলে রিয়াল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছালে প্রথম লেগে খেলতে পারবেন না ৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

রামোসের অনুপস্থিতিতে কৌশলগত ও মানসিকভাবে রিয়াল পিছিয়ে থাকবে বলে মনে করেন টেন হাগ।

“রক্ষণভাগে ও পুরো মাঠেই রামোস মাদ্রিদের নেতা। স্পষ্টতই তার অনুপস্থিতি শুধু কৌশলগত দিক থেকে নয়, মানসিকভাবেও দলটির জন্য ক্ষতিকর। পরিষ্কারভাবে রিয়াল মাদ্রিদ তার অভাব বোধ করবে।”

“এটা নিশ্চিত যে রামোস মাঠে থাকলে দল হিসেবে রিয়াল যতটা ভালো, ততটা থাকবে না।”

রামোসের পরিবর্তে নাচো ফের্নান্দেস রক্ষণে রাফায়েল ভারানের সঙ্গী হবেন বলে ধারণা করা হচ্ছে।