হিগুয়াইন-জর্জিনিয়োর গোলে চেলসির জয়
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2019 10:03 PM BdST Updated: 04 Mar 2019 12:31 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে বেশ ভালোই লড়াই করলো ফুলহ্যাম। তবে শেষ পর্যন্ত আটকাতে পারেনি শক্তিশালী প্রতিপক্ষকে। গনসালো হিগুয়াইন ও জর্জিনিয়োর গোলে জয় নিয়ে ফিরেছে মাওরিসিও সাররির দল।
Related Stories
প্রতিপক্ষের মাঠে রোববার স্থানীয় সময় বিকালে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটিকে ২-১ গোলে হারায় চেলসি।
অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক শুরু করা চেলসি ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায়। ডান দিক দিয়ে ওঠা আক্রমণে উইলিয়ানের পাস পেয়ে ডি-বক্সে মাঝ বরাবর বল বাড়ান সেসার আসপিলিকুয়েতা। প্রথম ছোঁয়ায় ডান পায়ের নিচু শটে গোলটি করেন জানুয়ারিতে দলে আসা হিগুয়াইন। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে আর্জেন্টাইন স্ট্রাইকারের এটি তৃতীয় গোল।

এর চার মিনিট পর আরেকটি গোছানো আক্রমণে আবারও এগিয়ে যায় ২০১৬-১৭ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ডি-বক্সের মধ্যে থেকে এদেন আজারের কাটব্যাক পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে বল জালে জড়ান ব্রাজিলে জন্ম নেওয়া ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো।

২৮ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।

শনিবারের আরেক ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করা টটেনহ্যাম হটস্পার ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ওই দিনেই সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩ পয়েন্ট কম নিয়ে আছে চতুর্থ স্থানে।
পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৭।
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ