হিগুয়াইন-জর্জিনিয়োর গোলে চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে বেশ ভালোই লড়াই করলো ফুলহ্যাম। তবে শেষ পর্যন্ত আটকাতে পারেনি শক্তিশালী প্রতিপক্ষকে। গনসালো হিগুয়াইন ও জর্জিনিয়োর গোলে জয় নিয়ে ফিরেছে মাওরিসিও সাররির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2019, 04:03 PM
Updated : 3 March 2019, 06:31 PM

প্রতিপক্ষের মাঠে রোববার স্থানীয় সময় বিকালে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটিকে ২-১ গোলে হারায় চেলসি।

অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক শুরু করা চেলসি ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায়। ডান দিক দিয়ে ওঠা আক্রমণে উইলিয়ানের পাস পেয়ে ডি-বক্সে মাঝ বরাবর বল বাড়ান সেসার আসপিলিকুয়েতা। প্রথম ছোঁয়ায় ডান পায়ের নিচু শটে গোলটি করেন জানুয়ারিতে দলে আসা হিগুয়াইন। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে আর্জেন্টাইন স্ট্রাইকারের এটি তৃতীয় গোল।

পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ফুলহ্যাম। বাঁ দিকের সাইডলাইনের কাছ থেকে সতীর্থের বাড়ানো দারুণ ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে জোরালো ভলিতে দলকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্স।

এর চার মিনিট পর আরেকটি গোছানো আক্রমণে আবারও এগিয়ে যায় ২০১৬-১৭ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ডি-বক্সের মধ্যে থেকে এদেন আজারের কাটব্যাক পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে বল জালে জড়ান ব্রাজিলে জন্ম নেওয়া ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার দূরপাল্লার শটে চেলসি গোলরক্ষক কেপা আরিসাবাগালার পরীক্ষা নেয় স্বাগতিকরা। তবে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি তারা। শেষ দিকে দারুণ এক পাল্টা আক্রমণে অতিথি শিবিরে আবারও ভীতি ছড়ায় ফুলহ্যাম। এবারও সার্বিয়ার ফরোয়ার্ড আলেকসান্দার মিত্রোভিচের হেড ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক।

২৮ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।

শনিবার রিয়াদ মাহরেজের একমাত্র গোলে বোর্নমাউথকে হারানো ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৭১।

শনিবারের আরেক ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করা টটেনহ্যাম হটস্পার ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ওই দিনেই সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩ পয়েন্ট কম নিয়ে আছে চতুর্থ স্থানে।

পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৭।