বোর্নমাউথকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় জুড়ে একের পর এক আক্রমণ করা ম্যানচেস্টার সিটি রিয়াদ মাহরেজের একমাত্র গোলে প্রত্যাশিত জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2019, 04:57 PM
Updated : 2 March 2019, 07:03 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকালে ১-০ গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।

পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে থেকে খেলতে নামা দলটির বিপক্ষে প্রথমার্ধের পুরোটা সময় বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করে সিটি। কিন্তু জমাট রক্ষণ ভাঙতে পারেনি আগুয়েরো-স্টার্লিংরা।

উল্টো বিরতির আগে বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে চোট পেয়ে মাঠ ছাড়লে বড় এক ধাক্কা খায় প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আলজেরিয়ার এই মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় অতিথিরা। ডি-বক্সে ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দাভিদ সিলভার ছোট পাস পেয়ে কোনাকুনি শটে বল লক্ষ্যে পাঠান মাহরেজ।

৭৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েছিলেন মাহরেজ। তবে গোলরক্ষককে একা পেয়েও উড়িয়ে মারেন তিনি। চার মিনিট পর সের্হিও আগুয়েরো আরেকটি সহজ সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

২৯ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলা লিভারপুল ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

দিনের প্রথম ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করা টটেনহ্যাম হটস্পার ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

আরেক ম্যাচে ঘরের মাঠে রোমেলু লুকাকুর জোড়া গোলে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। পাঁচ নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৭। ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।