রিয়ালের বিপক্ষে মেসির কাছে আরও চান বার্সা কোচ

কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজের নামের প্রতি তেমন একটা সুবিচার করতে পারেননি লিওনেল মেসি। চির প্রতিদ্বন্দীদের বিপক্ষে এবার হতে যাওয়া লিগ ম্যাচে তাই দলের সেরা খেলোয়াড়ের কাছে বেশি প্রত্যাশা করছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2019, 10:13 AM
Updated : 2 March 2019, 10:13 AM

গত বুধবার রিয়ালের মাঠে ম্যাচ জুড়ে বিবর্ণ ছিলেন ক্লাসিকোয় রেকর্ড গোলদাতা মেসি। পাশাপাশি সুযোগ তৈরির দিক থেকে স্বাগতিকদের চেয়ে অনেক পিছিয়ে ছিল বার্সেলোনা। তবে লুইস সুয়ারেসের জোড়া গোলে ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১এ এগিয়ে ফাইনালে ওঠে কাতালান ক্লাবটি।

ফেব্রুয়ারিতে কিছুটা ফিটনেস সমস্যায় থাকা মেসি গত সপ্তাহে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থের অপর গোলেও অবদান রাখেন।

চার দিনের মধ্যে দ্বিতীয় ক্লাসিকোর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ভালভেরদে বলেন, “আমার মনে হয়, সে ভালো অবস্থায় আছে, খুব ভালো অবস্থায়। আপনি সবসময় আপনার খেলোয়াড়দের কাছে অনেক চাইবেন, মেসিসহ।”

“সে সবসময় পারফর্ম করে, যদিও সে কিছু ম্যাচে অন্যদের চেয়ে কিছুটা কম ভালো খেলে।”

স্প্যানিশ কাপে শেষ চারের ফিরতি লেগে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন ভালভেরদে। ওই ম্যাচে গোলের উদ্দেশে রিয়ালের ১৪ শটের বিপরীতে বার্সেলোনা নিয়েছিল মাত্র চারটি।

“এটা সত্যি যে ওই ম্যাচে কিছু সময় ছিল যখন আমরা ভালো খেলিনি। তারা বারবার আমাদের সীমানায় উঠে আসছিল এবং বিপজ্জনক মনে হচ্ছিল। আমরা মাত্র দুই-তিনটা সুযোগ তৈরি করেছিলাম। লক্ষ্য হলো উন্নতি করা এবং অনেক সুযোগ তৈরি করা।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে রিয়াল-বার্সা ম্যাচ।

২৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৭। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তিন নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৮।