স্প্যানিশ কাপে বার্সেলোনার রেকর্ড কখনোই ভাঙবে না: পিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2019 08:22 PM BdST Updated: 28 Feb 2019 08:29 PM BdST
চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথম দল হিসেবে টানা ষষ্ঠবার কোপা দেল রের ফাইনালে ওঠার কীর্তি গড়ে ভীষণ খুশি বার্সেলোনার জেরার্দ পিকে। ভবিষ্যতে কখনও কোনো দল এই রেকর্ড ভাঙতে পারবে না বলে মনে করেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি পর্বে লুইস সুয়ারেসের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জেতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে এরনেস্তো ভালভেরদের দল। গত পাঁচ আসরে ফাইনালে পৌঁছে চারবারই শিরোপা জিতেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।
আর কোনো দল এতবার ফাইনাল খেলতে পারবে না বলে বিশ্বাস পিকের।
“স্প্যানিশ কাপে আমাদের ফর্ম বোঝায় যে আমরা সত্যিই ভাল করছি। কখনও এটার পুনরাবৃত্তি হবে আমার তা মনে হয় না। আমি মনে করি না যে কোনো দল এত ফাইনাল খেলবে।”
“আমরা এখানে এসে এ মৌসুমে আমাদের সেরা খেলাটা খেলিনি। এরপরও আমরা ৩-০ গোলে জিতেছি। তাই বলা যায় যে কিছু বিষয় ঠিকভাবেই হচ্ছে।”
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় লা লিগার ম্যাচে আবারও রিয়ালের মাঠে খেলবে বার্সেলোনা।
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
-
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস