স্প্যানিশ কাপে বার্সেলোনার রেকর্ড কখনোই ভাঙবে না: পিকে

চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথম দল হিসেবে টানা ষষ্ঠবার কোপা দেল রের ফাইনালে ওঠার কীর্তি গড়ে ভীষণ খুশি বার্সেলোনার জেরার্দ পিকে। ভবিষ্যতে কখনও কোনো দল এই রেকর্ড ভাঙতে পারবে না বলে মনে করেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 02:22 PM
Updated : 28 Feb 2019, 02:29 PM

বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি পর্বে লুইস সুয়ারেসের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জেতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে এরনেস্তো ভালভেরদের দল। গত পাঁচ আসরে ফাইনালে পৌঁছে চারবারই শিরোপা জিতেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।

আর কোনো দল এতবার ফাইনাল খেলতে পারবে না বলে বিশ্বাস পিকের।

“স্প্যানিশ কাপে আমাদের ফর্ম বোঝায় যে আমরা সত্যিই ভাল করছি। কখনও এটার পুনরাবৃত্তি হবে আমার তা মনে হয় না। আমি মনে করি না যে কোনো দল এত ফাইনাল খেলবে।”

“আমরা এখানে এসে এ মৌসুমে আমাদের সেরা খেলাটা খেলিনি। এরপরও আমরা ৩-০ গোলে জিতেছি। তাই বলা যায় যে কিছু বিষয় ঠিকভাবেই হচ্ছে।”

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় লা লিগার ম্যাচে আবারও রিয়ালের মাঠে খেলবে বার্সেলোনা।