মোহামেডানকে উড়িয়ে দিল আবাহনী

আবাহনী লিমিটেডের সামনে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি ধুঁকতে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 11:50 AM
Updated : 28 Feb 2019, 03:29 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩-০ গোলে জিতেছে আবাহনী। নয় ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছিল তারা।

কিন্তু দিনের পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে বসুন্ধরা কিংস হারানোয় ফের দ্বিতীয় স্থানে নেমে গেছে শিরোপাধারীরা।

আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বসুন্ধরা কিংস।

ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারত আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে যাওয়া আবাহনী। কেরভেন্স ফিলস বেলফোর্টের বাড়ানো বল ডি-বক্সের ভেতরে পেয়েও রুবেল মিয়া পা ছোঁয়াতে পারেননি।

চার মিনিট পর হাবিবুর রহমান সোহাগের কর্নারে মোহামেডানের ফরোয়ার্ড তকলিস আহমেদের হেড ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক। ২২তম মিনিটে ল্যান্ডিং ডারবোয়ের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে মোহামেডানের আরেকটি সুযোগ নষ্ট হয়।

৩০তম মিনিটে রুবেলের কাটব্যাকে ফাহাদের শট বাইরে দিয়ে যাওয়ার সাত মিনিট পর আবাহনীর গোলের অপেক্ষার অবসান হয়। নাবীব নেওয়াজ জীবনের শট পোস্টে লেগে ফেরার পর ফিরতি শটে জাল খুঁজে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

৫৭তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড মিন-হিয়োক কো। ১০ মিনিটে পর রুবেলের কর্নারে সানডের হেড জালে জড়ালে আরও কোণঠাসা হয়ে যাওয়া মোহামেডান পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

আট ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া মোহামেডানের পয়েন্ট ৫।

বৃহস্পতিবার অন্য ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারানো শেখ রাসেল ক্রীড়া চক্র ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।