রোনালদোর অনুপস্থিতি নিয়ে ভাবতে চান না কাসেমিরো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2019 04:06 PM BdST Updated: 28 Feb 2019 08:30 PM BdST
গোলের লক্ষ্যে ১৪টি শট নিয়েও গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ, ঘরের মাঠে বড় হার হজম করতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। আক্রমণভাগে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব কতটা পূরণ হয়েছে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি পর্বের পর আবারও সামনে এসেছে সে প্রশ্ন। অবশ্য দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো এ নিয়ে কথা বলতে রাজি নন। এই মুহূর্তে যারা দলে আছে তাদের নিয়েই ভাবতে চান তিনি।
বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি পর্বে ৩-০ গোলে হারে সান্তিয়াগো সোলারির দল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে প্রতিযোগিতার ফাইনালে ওঠে এরনেস্তো ভালভেরদের বার্সেলোনা।
প্রথমার্ধে বাঁ দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় বারবার আক্রমণে উঠলেও গোলের দেখা পাননি ভিনিসিউস জুনিয়র। বিরতির পরও গোলের ঠিকানা খুঁজে পায়নি স্বাগতিক ফরোয়ার্ডরা।
ম্যাচের পর পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের অনুপস্থিতি নিয়ে করা প্রশ্নের জবাবে কাসেমিরো জানান, রোনালদো এখন আর দলের অংশ নন।
“যে এখানে নেই, তাকে নিয়ে আমরা কথা বলতে পারি না। ক্রিস্তিয়ানো এখানে নেই। কিন্তু এক সপ্তাহ আগে, করিম বেনজেমা বিশ্বের সেরা নাম্বার নাইন ছিল।”
“এখন আমাদের সঙ্গে যারা আছে তাদের নিয়েই লড়তে হবে। আমরা গোল করিনি ঠিকই কিন্তু কঠোর পরিশ্রম করলাম, অনেক লড়াই করলাম এবং অনেক সুযোগ তৈরি করলাম।”
“কিন্তু আপনি যদি সুযোগগুলো নিতে না পারেন, তাহলে প্রতিপক্ষ আপনার অনেক ক্ষতি করতে পারে। আর সেটাই ঘটল।”
এ সময় তরুণ স্বদেশী ক্লাব সতীর্থ ভিনিসিউস জুনিয়রের প্রশংসা করেন কাসেমিরো।
“সে বেপরোয়া, সাহসী এবং কোনো কিছুকেই ভয় পায় না। তার খেলার মান তার বয়সী একজন খেলোয়াড়ের জন্য অবিশ্বাস্য।”
-
দুই ম্যাচের অবিশ্বাস্য স্কোরলাইন, ৯৫-০ ও ৯১-১!
-
লেভানদোভস্কির ব্যাপারে বায়ার্নের 'হ্যাঁ’ শোনার আশায় বার্সা
-
যে কারণে রোনালদোকে দলে টানবে না বায়ার্ন
-
শৈশবের প্রিয় ক্লাবে এসে ক্রিস্টেনসেনের স্বপ্ন পূরণ
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’